ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

গুলশানের ‘ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনী, নেতা-কর্মীদের ঢল

গুলশানের ‘ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনী, নেতা-কর্মীদের ঢল, ছবি: সংগৃহীত।,

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’র নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।  

মঙ্গলবার (৬ মে) সকালে ফিরোজার সামনের সড়কটি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। শুধু পায়ে হেঁটে চলাচলের জন্য সামান্য শিথিলতা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন।

খালেদা জিয়ার দেশে ফেরার খবরে সকাল থেকেই বিএনপির শত শত নেতাকর্মী ‘ফিরোজা’র সামনে জড়ো হতে শুরু করেন। যদিও খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় অবতরণ করেনি, তবু নেতা-কর্মীরা আবেগ ও উৎসবে মেতে উঠেছেন।  ভিড়ের কারণে গুলশানের ৭৯ নম্বর সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ মিলিয়ে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুন

দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমে বলেছেন, ‘দেশনেত্রী ফিরছেন, এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি। ’ লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি প্রধান খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি লন্ডন থেকে দোহা হয়ে ঢাকায় আসছেন।

উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণা

এটিএম আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার

গাজায় অভিযান জোরদার করতে ফিলিস্তিনিদের স্থানান্তর করা হবে : নেতানিয়াহু

নিজ বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

খালেদা জিয়াকে স্বাগত জানালেন সারজিস 

ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে : ড. আলী রীয়াজ