ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

এবার নিজের প্রথম আইটেম সং নিয়ে তামান্না প্রমি

এবার নিজের প্রথম আইটেম সং নিয়ে তামান্না প্রমি

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তামান্না প্রমি এবারই প্রথম কোনো আইটেম সং নিয়ে দর্শকের মধ্যে উপস্থিত হচ্ছেন। মুম্বাইয়ের প্রখ্যাত গীতিকার-সঙ্গীত পরিচালক রজত ঘোষের কথা, সুর ও সঙ্গীতায়োজনে আইটেম সং ‘যা বলে দে’ নিয়ে শিগগিরই হাজির হচ্ছেন তামান্না প্রমি।

এই আইটেম সং-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শিপন মিত্র। ব্ল্যাক পেপার প্রোডাকশন’ থেকে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। যদিও এরইমধ্যে মিউজিক ভিডিওর প্রায় অর্ধেক কাজ সম্পন্ন। বাকী অর্ধেক কাজ ঈদের আগেই শেষ করার চেষ্টা চলছে প্রমির। যদি ঈদের আগেই কাজ শেষ হয়ে যায় তাহলে ঈদেই প্রমির নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘তামান্না প্রমি’তে ‘যা বলে দে’ প্রকাশ পাবে। এই গানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তামান্না প্রমি।

কারণ হিসেবে তামান্না প্রমি বলেন,‘ আমাকে সাধারনত আমার ভক্ত দর্শক যেভাবে গানের ভিডিওতে দেখেছেন। এই গানে একেবারেই আমাকে নতুনভাবে দেখতে পাবেন। আমাকে এই আইটেম সং-এ দর্শক নাচতে নাচতে গাইতে দেখবেন। এই গানের পারফর্ম্যান্সে আমি আমার নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। যেহেতু প্রথম আমার কন্ঠে আইটেম সং এবং গানের ভিডিওতে আমি নেচেছি, পাশাপাশি গানের কথা সুর সঙ্গীত এক কথায় দারুণ। সে কারণে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এখন শুধু গানটি প্রকাশের অপেক্ষায়। বলা যেতে পারে এই গান প্রকাশের পর সবাই আমাকে নতুন করে জানবেন চিনবেন।’

এদিকে ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে ‘মিউজিক আলফা’ থেকে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটি করা হয়েছে। নতুন গানের সঙ্গীতায়োজন করেছেন শান শায়েক। গানে প্রমির সঙ্গে আরো গেয়েছেন সাব্বির জামান, শান শায়েক, বনি’সহ আরো অনেকে। এই গানটি নিয়েও প্রমির প্রত্যাশা অনেক। এদিকে ডিজে রাহাতের রিডো প্রজেক্টে প্রমি একটি মৌলিক গান ও একটি ফোক গান গেয়েছেন। আবার মিউজিক আলফার সহযোগিতায় ডিজে রাহাতের ই-পিয়ানো প্রজেক্টে রাধা রমনের একটি গান গেয়েছেন। সবগুলো গানে একে একে প্রকাশ পেলে আশা করা যায় গানগুলো শ্রোতা দর্শকের ভালোলাগবে-এমন প্রত্যাশা প্রমির।

আরও পড়ুন

এদিকে সাব্বির জামানের সঙ্গে সর্বশেষ প্রমির প্রকাশিত মৌলিক গান ছিলো ‘খুউব আদরে’। গানটি লিখেছেন এন আই বুলবুল ও সুর সঙ্গীত করেছেন সাব্বির জামান। এই গানটির জন্য অভূতপূর্ব সাড়া পেয়েছেন প্রমি ও সাব্বির জামান। প্রমির ভাষ্যমতে সাব্বির, শানদের সঙ্গে কাজ করতে তিনি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ তারা প্রমিকে নিজের পরিবারের মানুষ হিসেবেই প্রাধান্য দিয়ে থাকেন।

এদিকে আগামী ১৬ মে কক্সবাজারে সাব্বির ও প্রমি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ক্যাপিটাল সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর-ফায়ার সার্ভিস

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে