বগুড়ারই মেয়ে সেই শিরতাজ
_original_1746458115.jpg)
অভি মঈনুদ্দীন ঃ ২০২৩ সালে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘সুইট কিস’ নামক একটি নাটক ইউটিউবে প্রকাশ হবার পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এই নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন জোভান ও কেয়া পায়েল। তবে আরো একটি চরিত্র দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিলো।
জোভান ও কেয়া পায়েলের সিনিয়রের চরিত্রে অভিনয় করেছিলেন সেই অভিনেত্রী। নাটকের শুরুতেই অর্থাৎ ৬ মিনিটের মাথায় একটি দৃশ্যে সেই অভিনেত্রী’র মুখের একটি সংলাপ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিলো। সংলাপটি হলো , ‘তোরা সিনিয়র হলে আমরা কারা’।
এই সংলাপের পুরো দৃশ্যটিই ‘সুইট কিস’ নাটকের মধ্যে আলোচিত দৃশ্য। আর সেই অভিনেত্রীর নাম শিরতাজ জেবিন। শিরতাজ খুউব কম নাটকে অভিনয় করেন বিধায় তাকে সচরাচর কোনো শুটিং হাউজে সহসাই দেখা যায়না। তবে শিরতাজ এরইমধ্যে বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অভিনয়ে তার যাত্রা শুরু হয় জাকারিয়া শৌখিনের ‘এক মুঠো প্রেম’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। একজন অভিনেত্রীর রিপ্লেসম্যান্ট হয়েই নাটকে তার যাত্রা শুরু। এরপর মাইদুল রাকিবের ‘গরুর মাংস টু’, টিম ওয়েস্ট ইণ্ডিজ’, ‘মিশন চাঁদ’, ‘বিয়ে’, ওমসমান মিরাজের ‘বয়ফ্রেণ্ডের বিয়ে’,‘ ছেলেরা যেমন হয়’, খায়রুল পাপনের ‘শারীরিক শিক্ষা’, শরাফ আহমেদ জীবনের ‘বকুলফুল’, রায়হান শরীফের ‘কবি সাবধান সামনে বিয়ে’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হন শিরতাজ জেবিন।
এরইমধ্যে শিরতাজ নিকোল কুমার মণ্ডলের ‘জামাইয়ের গার্লফ্রেণ্ড’, মাহমুদুর রহমান হিমির ‘মায়াবতী’ নাটকের কাজ শেষ করেছেন। এই দুটো নাটক নিয়েও ভীষণ আশাবাদী শিরতাজ। তুহিন হোসেনের ধারাবাহিক ‘চিরকুমার সংঘ’তে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন শিরতাজ। শিরতাজের জন্ম বগুড়ায়। তার বাবা জামান ফেরদৌস ও মা মৌসুমী আক্তার। তার একমাত্র ছোট ভাই মাহিন। শিরতাজের জন্মদিন ১৮ মে। আর ক’দিন পরই তার জন্মদিন। জন্মদিনে বাবা মা আর ভাইয়ের সঙ্গেই উদযাপন করার চেষ্টা করেন।
আরও পড়ুনবগুড়ার আরডিএ ল্যাব স্কুল থেকে এইচএসসি এবং ঢাকার ক্যামিব্রয়ান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন শিরতাজ। আবার ক্যামব্রিয়ান কলেজের প্রথম বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন শিরতাজ। এটি নির্মাণ করেছেন সাঈদ বাপ্পী। অবশ্য এরপর আর কোনো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেননি তিনি। শিরতাজ অভিনয় করেননি কোনো সিনেমাতেও। খুব বেশি আগ্রহ নেই সিনেমাতে কাজ করার। যতোটুকু আগ্রহ বা ভালোলাগা আছে শুধু নাটকে অভিনয় করাকে ঘিরেই। নাটকে অভিনয় করেই তিনি যতোটুকু রেসপন্স পান তাতেই মুগ্ধ তিনি, অনুপ্রাণিত তিনি। শিরতাজ ধীর গতিতে এগিয়ে চলায় বিশ্বাসী। তাই নিজের মন থেকে ভালোলাগা জন্মায় যে স্ক্রিপ্টে, তাতেই কাজ করতে ভালোবাসেন তিনি। ভীষণ পশু পাখি প্রেমী শিরতাজ। ঢাকায় বসনুন্ধরায় থাকেন তিনি। এই বাসাতেই পশু পাখির সঙ্গে দারুণ সময় কাটে তার।
আগামীর স্বপ্ন নিয়ে শিরতাজ জেবিন বলেন,‘ অনেকটা হঠাৎ করেই অভিনয়ের দুনিয়ায় যাত্রা শুরু আমার। একটু একটু করে অভিনয়ের প্রতি ভালোলাগাটা বাড়ছে। দর্শকের কাছ থেকে যখন রেসপন্স আসে, বেশ ভালোলাগে। অনুপ্রাণিত হই। তবে আগামীতে বিজনেস নিয়েও আমার পরিকল্পনা আছে। অভিনয়তো করছিই, তবে একজন ব্যবসায়ী হিসেবে আমি সফল হতে চাই। বাকীটা আল্লাহ ভরসা। ধন্যবাদ কৃতজ্ঞতা দর্শকের প্রতি যারা আমার নাটক দেখেন। দর্শকের ভালোবাসার বিকল্প আর কিছু নেই।’
শিরতাজ জেবিন এরইমধ্যে রাজধানীর নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন। শিরতাজের ভীষণ ভালোলাগে প্রীতমের গান।
মন্তব্য করুন