ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের, ছবি: দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মাত্র চার কিলোমিটার একটি কাঁচা সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। সামান্য বৃষ্টির পানিতে কাঁদামাটিকে একাকার কাঁচা রাস্তাটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জুতা খুলে হেঁটে যেতে হয় গন্তব্যে। ঝড়-বৃষ্টির আভাসে ঘরবন্দি হওয়ার শঙ্কায় থাকেন লাখো মানুষ। নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের বড় চাঙ্গুইর থেকে চাতরাগাড়ী ভায়া বাঘাদহ ব্রিজ পর্যন্ত চার কিলোমিটার কাঁচা সড়কটি বছরের পর বছর উন্নয়ন বঞ্চিত।

ক্ষণিকের বৃষ্টির পরই সড়কে কাদামাটি হয়। চরম দুর্ভোগে পড়েন কৃষক ও শিক্ষার্থীরা। গ্রামের উৎপাদিত ফসল ও পুকুরে চাষ করা মাছ হাট-বাজারে নেওয়ার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। দেশে কয়েক দফা সরকার পরিবর্তন হলেও প্রত্যন্ত এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। বৃষ্টি হলেই রোগীদের জরুরি চিকিৎসায় হাসপাতালে নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় রোগীকে কোলে ও কাঁধে করে কাদামাটির সড়ক পার করতে হয়। চরম দুর্ভোগে পড়েন অন্তত ২০ গ্রামের মানুষ। 
কৃষক ও কয়েকজন অটোচালক জানান, গত রোববার বিকেলে তারা সোনাকানিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাঁচা সড়ক পথে চাপাপুর বাজার যাওয়ার পর বৃষ্টি শুরু হয়। সামান্য বৃষ্টির পানিতে কাঁচা সড়কে কাদামাটির কারণে গুলিয়া বাজার হয়ে ফিরতে হয়েছে। সড়কের উন্নয়ন না করায় বড় কোনো যানবাহন আসে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সপ্তাহের বুধবার ও রোববার বড় পশুরহাট বসে রাণীনগর উপজেলার আবাদপুকুর। এছাড়া চাপাপুর বাজার ধান বেচাকেনার বড় মোকাম। পশুরহাটে ও ধানের আড়তে লাখো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তি চান এলাকাবাসী। নন্দীগ্রাম উপজেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের জনপদ সোনাকানিয়া বাজার থেকে বড় চাঙ্গুইর পর্যন্ত কার্পেটিং সড়ক রয়েছে। সেখান থেকে চাতরাগাড়ী ভায়া বাঘাদহ ব্রিজ পর্যন্ত চার কিলোমিটার সড়কটি কাঁচা। উপজেলার শেষ সীমান্তের এই সড়কের সঙ্গে আদমদীঘি, দুপচাঁচিয়া ও নওগারঁ রাণীনগর উপজেলার যোগাযোগ রয়েছে। থালতা-মাঝগ্রাম ইউনিয়নের বাঘাদহ, পারঘাটা, ঘুনপাড়া, পারশুন, বিশারপাড়া, আচুয়ারপাড়া, সাড়াদিঘর, বাসলি, আটান, আন্দাসুরা, মির্জাপুরসহ বেশকয়েকটি গ্রামের এই যোগাযোগ ব্যবস্থা অবহেলিত।

আরও পড়ুন

পারশুন এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, চাঙ্গুইর থেকে চাতরাগাড়ী-বাঘাদহ চার কিলোমিটার সড়ক দুই জেলার মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। উন্নয়নে কেন এত বঞ্চনা, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয় লোকজন।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন জানান, সড়কটির উন্নয়নের জন্য যথাযথ দপ্তর পদক্ষেপ নিচ্ছে। অল্প সময়ের মধ্যেই সড়কের উন্নয়ন হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ক্যাপিটাল সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর-ফায়ার সার্ভিস

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে