নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে যুক্তরাজ্য বিএনপি’র নির্দেশনা

যুক্তরাজ্যে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে বিদায় জানানোর সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য বিএনপি।
রবিবার (৪ মে) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও কয়সর এম আহমেদ এক বিবৃতিতে জানান, বিমানবন্দরে উপস্থিত সবাইকে দ্য রয়েল সুইটের সামনের ফুটপাতে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে।বিবৃতিতে আরও বলা হয়, গাড়ি বহরের সামনে কিংবা পেছনে কেউ অবস্থান নিতে পারবেন না। হিথ্রো বিমানবন্দর একটি বিশেষ নিরাপত্তা এলাকা হওয়ায় সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে হবে।যদি কেউ এই নির্দেশনা লঙ্ঘন করেন, তবে তাকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে সংগঠনটি।
আরও পড়ুনমন্তব্য করুন