ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

চট্টগ্রামে খেলনা উৎপাদনকারী কারখানার শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে খেলনা উৎপাদনকারী কারখানার শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক:   চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন খোয়াজনগর এলাকায় অবস্থিত একটি ইলেক্ট্রনিক্স পণ্য ও খেলনা উৎপাদনকারী কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেছে। 

আজ রবিবার (৪ মে) গোল্ডেন সন লিমিটেড নামে এই কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। শ্রমিকরা জানিয়েছে, কারখানা কর্তৃপক্ষ দুই মাস ধরে বেতন পরিশোধ করছে না।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, সকালে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। 

আরও পড়ুন

শ্রমিকরা জানান গত মার্চ ও এপ্রিল মাসের বেতন এখনো কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। ফলে শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। শ্রমিকরা বেতন না পেয়ে পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছে।  বিক্ষোভের পর কর্তৃপক্ষ অবিলম্বে বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে বলে শ্রমিকরা জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ

বগুড়ার কাহালুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত