ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলম

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলম

দেশের বেসরকারি খাতে পরিচালিত এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) পরিচালনা পরিষদের সভায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ব্যাংকটির একটি সূত্র জানায়, পরিষদ সভায় পদত্যাগপত্র জমা দেওয়ার পরই বোর্ড তা গ্রহণ করে। বর্তমানে ব্যাংকটির দুজন ভাইস চেয়ারম্যানের (ফিরোজ আহমেদ ও মো. ফজলুর রহমান) যে কোনো একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। যা দু-এক দিনের মধ্যেই নির্ধারণ করা হবে।

তবে ব্যারিস্টার খায়রুল আলমের পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তার সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি। পদত্যাগ করা চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের দায়িত্বগ্রহণ করেন। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

আরও পড়ুন

অন্যদিকে দেশের পট পরিবর্তনের পর গত ৮ ডিসেম্বর বিদেশে থেকে পদত্যাগ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল। ২০১৮ সালে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবি ব্যাংকে যোগ দেন এবং ২০১৯ সালের ৮ জুলাই তিনি ব্যাংকটির এমডি পদে দায়িত্ব পান। বর্তমানে ব্যাংকের অতিরিক্ত এমডি সৈয়দ মিজানুর রহমানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই ঘোষণাপত্রে ছাত্র-জনতার আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি : ইসলামী ছাত্রশিবির

পাক সেনাপ্রধান আবারও যুক্তরাষ্ট্র সফর করবেন , চীন যাবেন মোদি

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে নারী ফুটবল দল

ফিরতে চান অরুণা বিশ্বাস

সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, মূল লক্ষ্য সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন: প্রধান উপদেষ্টা

দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি বাংলাদেশপন্থী: সালাহউদ্দিন আহমদ