নীলফামারীর সৈয়দপুরে বাস-মিনিবাস শ্রমিকদের মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ: ২২০) প্রধান কার্যালয়ের নামে নীলফামারীতে একটি অবৈধ সাইনবোর্ড টানানোর প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিনের ব্যানারে সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের ওই মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি মো. দেলোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা মো. মমতাজ আলী প্রমুখ।
আরও পড়ুনমানববন্ধনে আরও অংশ নেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য মো. আইনুল হুদা, ক্রীড়া সম্পাদক মো. স্বপন প্রমুখ।
মন্তব্য করুন