আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ
_original_1746177256.jpg)
দলগতভাবে আওয়ামী লীগের বিচার এবং দলটির সব অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার (২ মে) এ সমাবেশ শুরু করে সংগঠনটি। জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে এনসিপির নেতাকর্মীরা।
মোহাম্মদপুর থেকে আসা এক এনসিপি কর্মী জানান, কেউ কেউ আওয়ামী লীগকে পুর্নবাসনের চেষ্টা করছে। এটি হতে দেয়া হবে না। শহিদ ও আহতদের রক্তের দাগ এখনও শুকায়নি। অতিদ্রুত সন্ত্রাসী সংগঠনটির বিচার করতে হবে। দলটিকে নিষিদ্ধ করতে হবে।
আরও পড়ুনবিক্ষোভে আসা নেতাকর্মীরা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতা রায় দিয়েছেন, আওয়ামী রাজনীতি করতে পারবে কিনা। আওয়ামী লীগ নেতার মাঠে নামতে দেয়া হবে না, শক্তভাবে প্রতিহত করা করা হবে।
মন্তব্য করুন