ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখি লাইন বন্ধ

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখি লাইন বন্ধ

নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকায় ঢাকামুখি লাইনে মালবাহী একটি ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে বগিতে থাকা একটি কন্টেইনার নিচে পড়ে যায় আর দুটি বগির কন্টেইনার বাঁকা হয়ে গেছে।

বৃহস্পতিবার (১ মে) ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া (বিকাল সাড়ে ৪টা) পর্যন্ত ঢাকামুখি লাইনে ত্রুটি থাকায় চট্টগ্রামমুখি এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

কুমিরা স্টেশন সূত্রে জানা গেছে, মালবাহী ট্রেনটি কন্টেইনার বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু বাঁশবাডিয়া ইউনিয়নের মাপপুকুর এলাকায় অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়। এতে একটি বগি থেকে কনটেইনার নিচে পড়ে যায় আর দুটি বগি বাঁকা হয়ে থাকতে দেখা যায়। বেলা ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হলেও দুর্ঘটনার পর থেকে ঢাকামুখি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামমুখি লাইন দিয়ে উভয়দিকের ট্রেন চলাচল করছে।

আরও পড়ুন

কুমিরা রেলওয়ে স্টেশন মাস্টার লোকমান হক বলেন, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে একটি কন্টেইনার মাটিতে পড়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু ঢাকামুখি লাইন বন্ধ রয়েছে। মেরামতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগির ঢাকা মুখে লাইনে চলাচল করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব