দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জেলহাজতে

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনজুর আলম ও বর্তমান অফিস সহকারী নির্মল চন্দ্র দেব শর্মাকে দুর্নীতির অভিযোগে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দিনাজপুর জেলা জজ কোর্টে হাজিরা দিতে গেলে দুদক’র দায়ের করা প্রায় তিন কোটি টাকা আত্মসাতের মামলায় তাদের জেলাহাজতে প্রেরণ করা হয়।
দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনজুর আলম ও বর্তমান অফিস সহকারী নির্মল চন্দ্র দেব শর্মা পরস্পর যোগসাজসে সরকারি অনুদারসহ কলেজের বিভিন্ন খাত থেকে ২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৭১২ টাকা আত্মসাত করেছেন।
আরও পড়ুনতাদের বিরুদ্ধে দিনাজপুর স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন দিনাজপুর জেলা দুদক’র উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন। ওই মামলায় দুই আসামির বিরুদ্ধে গত ১৪ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মন্তব্য করুন