সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সুবিধাভোগীদের ভাতা বাড়ছে

স্টাফ রিপোর্টার : সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সুবিধাভোগীদের আওতা ও সুবিধা দুটোই বাড়ছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুনভাবে যুক্ত হচ্ছে আরো ৬ লাখ ২৪ হাজার সুবিধাভোগী। এই খাতের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাভোগীদের মাসিক ভাতা বাড়ছে।
সর্বনিম্ন ভাতা বাড়ছে ৫০ এবং সর্বোচ্চ ১৫০ টাকা। গত দুই অর্থবছরে শুধু আওতা বাড়লেও বাড়েনি ভাতা। এবার আওতা ও ভাতা দুটিই বাড়ছে। সম্প্রতি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা কামটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এমন তথ্য পাওয়া গেছে একটি নির্ভরযোগ্য সূত্রে।
সূত্রে জানায়, অর্থ বিভাগের হিসেব মতে ২০২৫-২৬ অর্থবছরে নতুন করে ৯৯ হাজার জনকে যুক্ত করে আগামী বাজেটে ৬১ লাখ প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতা দেওয়া হবে। এ কর্মসূচিতে ৫০ টাকা বাড়িয়ে ৬শ’ টাকার স্থলে ৬৫০ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। এতে বরাদ্দ দেওয়া হয়েছে চার হাজার ৭৯১ কোটি ৩১ লাখ টাকা। চলতি বাজেটে বরাদ্দ আছে চার হাজার ৩৫০ কোটি ৯৭ লাখ টাকা।
এদিকে, বিধবা ভাতাভোগীর তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে এক লাখ ২৫ হাজার জন। এই কর্মসূচিতে মোট উপকারভোগীর সংখ্যা ২৭ লাখ ৭৫ হাজার জন থেকে বেড়ে ২৯ লাখে উন্নীত হচ্ছে। এই খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে ২ হাজার ২৭৭ কোটি ৮৩ লাখ টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ আছে এক হাজার ৮৪৪ কোটি ৩২ লাখ টাকা। ভাতায় একশ’ টাকা বাড়িয়ে ৬৫০ টাকা করায় এই খাতে বরাদ্দ বাড়ছে।
আরও পড়ুনপ্রতিবন্ধী ভাতার কার্যক্রমও বাড়ছে। ভাতায় ৫০ টাকা বাড়িয়ে ৯শ’ টাকা নির্ধারণ করা হয়েছে উপকারভোগী ৩২ লাখ ৩৪ হাজার থেকে বাড়িয়ে ৩৪ লাখ ৫০ হাজারে উন্নীত করা হচ্ছে। এ কার্যক্রম পরিচালনা করতে বরাদ্দ রাখা হচ্ছে তিন হাজার ৭৫২ কোটি টাকা, চলতি অর্থবছরে এ খাতে তিন হাজার ৩২১ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ রাখা আছে। ভাতার টাকা বাড়ার কারণে এ খাতেও বরাদ্দ বেড়েছে।
সূত্রটি আরও জানায়, সামাজিক কল্যাণ খাতের আওতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বেদে, হিজরা, অনগ্রসর জনগোষ্ঠীকে সাহায্য করা হয়। এই খাতের বরাদ্দে বয়স্ক, বিধবা, অসচ্ছল প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি দিতে এ টাকা ব্যয় করা হবে।
সূত্র জানায়, বর্তমানে ২৬টি মন্ত্রণালয়ের অধীনে ১৪০টি কর্মসূচির মাধ্যমে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অসচ্ছল প্রতিবন্ধী ছাড়াও বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা, বিধবা, দরিদ্র মা’র মাতৃত্বকালীন ভাতা, শহিদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানি ভাতা, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতাও অন্তর্ভুক্ত।
মন্তব্য করুন