নিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫, ১০:৩৮ দুপুর
চট্টগ্রাম টেস্ট
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে তিনশ পেরিয়েছে বাংলাদেশ

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে তিনশ পেরিয়েছে বাংলাদেশ, ছবি: সংগৃহীত।
স্পোর্টস ডেস্ক: পেসার মুজারাবানির অফস্টাম্পের বাইরের শর্ট বল দেখে চোখ বড় হয়ে গেল তাইজুলের। স্কোরিং শটের সুযোগ হাতছাড়া করলেন না বাঁহাতি ব্যাটসম্যান। কাট করলেন। টাইমিং মিলল। ফাঁকা জায়গা দিয়ে বল চলে গেল বাউন্ডারিতে।
দিনের প্রথম বাউন্ডারি এলো তাইজুলের ব্যাটে। এই চারে ২৯৯ থেকে বাংলাদেশের রান তিনশ পেরিয়ে গেল। লিড ৭৬ রানের। ওই চারের পর আরো এক বল খেলা হলো। এরপর বৃষ্টির বাগড়া। আপাতত খেলা বন্ধ রয়েছে
আরও পড়ুন
মন্তব্য করুন