নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি এলাকায় স্ত্রী ফাতেমাকে গলাকেটে হত্যার মামলায় স্বামী নুরুল আলম সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৭ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতর বিচারক আবু শামীম আজাদ এ দণ্ডাদেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত নুরুল আলম সবুজ।
আরও পড়ুননারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ১৪ মে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমাকে গলাকেটে হত্যা করে মাদকাসক্ত স্বামী সবুজ। গ্রেপ্তার সবুজ আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
মন্তব্য করুন