বগুড়ার দুপচাঁচিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার মাটাই গ্রামের নিহিদা আক্তার (২৬) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে। জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের মাটাই গ্রামের রানা বাবুর স্ত্রী নাহিদা আক্তার ঘটনার দিন নিজ ঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দেয়।
প্রতিবেশিরা দীর্ঘক্ষণ তাকে না দেখতে পেয়ে বাড়িতে গিয়ে তার ঘরের দরজা বন্ধ দেখে। তার কোন সারা শব্দ না পেয়ে গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত লাশ দেখতে পায়। তার আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও পরিবার থেকে জানায় সে অতিরিক্ত আবেগপ্রবন ছিলো।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে তার বাবা নুর আলম বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন