ভিডিও শনিবার, ১৪ জুন ২০২৫

নওগাঁয় কিশোরী ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন

নওগাঁয় কিশোরী ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন। প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

জরিমানার টাকা ধর্ষণের শিকার ওই কিশোরীকে প্রদানের নির্দেশ দেন আদালত। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার গতকাল মঙ্গলবার দুপুরে এই রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দুই আসামি হলেন পোরশা উপজেলার সুরানন্দ গ্রামের সাকিল শাহ্ (২২) ও আলাদিপুর গ্রামের আব্দুল আলিম (২৫)। রায় ঘোষণার পর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায় ২০২১ সালের ৮ মার্চ রাত সাড়ে ১২টার দিকে অষ্টম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সুরানন্দ গ্রামের সাকিল শাহ। বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে সুরানন্দ গ্রামের একটি আমবাগানে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

সেখানে সাকিল ও একই উপজেলার আলাদিপুর গ্রামের আব্দুল আলীম নামের দুই তরুণ ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন ওই ছাত্রী নিজেই পোরশা থানায় অভিযোগ করলে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামিদের বিরুদ্ধে ওই বছরের নভেম্বর মাসে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী পুলিশ কর্মকর্তা।

আদালত দশজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীর যুক্তিখণ্ডন শেষে গতকাল মঙ্গলবার দুপুরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার। আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটির শুনানি করেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি রেজাউল করিম ও আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আনোয়ার হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারক্রাম ও বাভুমার শক্ত জুটিতে ট্রফি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন, ঈদ যাত্রায় ভোগান্তি

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

বগুড়ায় ইসমাইল আকন্দ নামের এক যুবক ছুরিকাহত

বগুড়ার সোনাতলায় ১১ মামলার পলাতক আসামি মোশারফ গ্রেফতার

বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য নিয়ে যাওয়া গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রাণী