প্রথম নারী অভিনেত্রী হিসেবে যে অর্জন শুধুই হিমির

বিনোদন ডেস্ক : নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ইউটিউবে ভিউয়ের দৌড়েও এগিয়ে রয়েছে হিমি অভিনীত নাটকগুলো। কিছুদিন আগেই আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’র ভিউয়ের রেকর্ড ভেঙেছে একক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’।
মহিন খান নির্মিত এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে অবস্থান করছে। পাশাপাশি নিলয়-হিমি জুটিও রয়েছে জনপ্রিয়তার তুঙ্গে। এদিকে আরও এক অর্জনের খাতায় নাম লেখালেন এ অভিনেত্রী। প্রথম নারী অভিনেত্রী হিসেবে তার অভিনীত শতাধিক নাটকের ভিউ ১ কোটি করে ছাড়িয়েছে।
সম্প্রতি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড পোস্ট করে হিমি বিষয়টি নিশ্চিত করেছেন। অভিনেত্রীর এমন সাফল্যে যেমন গর্বিত টিম হিমি, তেমনি শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন সহকর্মীদের। এমন রেকর্ড প্রসঙ্গে হিমি বলেন, ‘এসবই দর্শকদের কারণে সম্ভব হয়েছে। তারা পছন্দ করেছেন বলেই নাটকগুলোর এত ভিউ হয়েছে। এর পুরো কৃতিত্ব আমি দর্শক, আমার সহকর্মী, আমার পরিবারসহ সবাইকে দিতে চাই। সামনেও এ ভালোবাসাটা আমাকে দিয়ে যাবেন সেটাই চাওয়া।’ যদিও ভিউ দিয়ে গুণ বিচারের পক্ষে নন হিমি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি ভিউ বা টাকার জন্য অভিনয় করি না।’
আরও পড়ুনএদিকে, হিমি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন আসন্ন কুরবানির ঈদের নাটক নিয়ে। প্রায় প্রতিদিনই শুটিংয়ে ব্যস্ত থাকছেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘গত ঈদের কাজগুলো দর্শক খুব পছন্দ করেছেন। কুরবানির ঈদের জন্যও কিছু নাটকের কাজ করছি। আমার বিশ্বাস, এগুলোও দর্শকের পছন্দের শীর্ষে থাকবে।’
মন্তব্য করুন