ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাকে পদ থেকে সরানোর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থ প্রচেষ্টার ছয় সপ্তাহ পর পদত্যাগের ঘোষণা দিলেন বার। ১৫ জুন থেকে এই ঘোষণা কার্যকর হবে।
সন্ত্রাসবাদ দমনের জন্য দায়িত্বপ্রাপ্ত ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট। সংস্থাটির শীর্ষ কর্মকর্তা রোনেন বারের সঙ্গে নেতানিয়াহুর ডানপন্থি জোট সদস্যদের দীর্ঘদিন থেকেই টানাপোড়েন চলছিল। সোমবার এক বিবৃতিতে রোনেন বলেন, ‘আমি আমার ৩৫ বছরের চাকরি জীবনের ইতি টানছি। আগামী ১৫ জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়সীমার মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরীকে বেছে নেয়া হবে এবং তার হাতে দায়িত্ব অর্পণ করা হবে।’
আরও পড়ুনএর আগে ১৬ মার্চ, নেতানিয়াহু প্রকাশ্যে বারের প্রতি তার আস্থার অভাবের কথা জানান। তাকে নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার মধ্যে গুরুত্বপূর্ণ আস্থার সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন। অন্যদিকে বার দাবি করেন, ‘নেতানিয়াহু বিক্ষোভকারীদের ওপর নজরদারি করার এবং তার দুর্নীতির বিচারকে প্রভাবিত করার অনুরোধ জানিয়েছিলেন। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।
তবে নেতানিয়াহু বারের অভিযোগ অস্বীকার করেন। সূত্র : রয়টার্স
মন্তব্য করুন