ভিডিও মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই করায় ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই করায় ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অসুস্থ গরু জবাই করার দায়ে আব্দুল কুদ্দুস (৬৫) নামের এক কসাইয়ের পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচ টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযুক্ত আব্দুল কুদ্দুস দোহার গ্রামের নাজির উদ্দিনের ছেলে।

জানা গেছে, উপজেলার দোহার গ্রামে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে অপরাধীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং ৮০ কেজি মাংস জব্দ করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি গুরুতর অসুস্থ গরু জবাই করে মাংস বাজারজাত করার চেষ্টা চলছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপরাধীকে আটক করা হয় এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জরিমানা করা হয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে প্রসিকিউটর ছিলেন, ভেটেরিনারি সার্জন রাশেদুল ইসলাম। ওই সময় উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা কল্পনা রাণী রায় ও পুলিশের উপ-পরির্দশক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিভাইসে ট্রান্সফরমার ও খাঁচাবন্দি মিটার, তবুও থামছে না চুরি

কুড়িগ্রামের উলিপুরে বখাটের দায়ের কোপে হাসপাতালে কাতরাচ্ছে স্কুল শিক্ষার্থী

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতিসহ চায়না দুয়ারি জাল জব্দ

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কবলে স্পেন-ফ্রান্স-পর্তুগাল

গাইবান্ধার সাঘাটায় খামারে অগ্নিকান্ডে ৫টি গরু পুড়ে মারা গেছে 

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ