ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে পীরগঞ্জ খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র রায়, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য মিল মালিক ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনউপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র রায় জানান, এবার ৩৬ টাকা কেজি দরে ৮৯৫ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৭ হাজার ৪১১ টন চাল ক্রয় করা হবে। আগামি ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।
মন্তব্য করুন