ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

তাইজুল ঝলকে প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ

তাইজুল ঝলকে প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ। ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে জিম্বাবুয়ে। প্রথম সেশনে দুটি উইকেট হারালেও দ্বিতীয় সেশনে কোনো অঘটন ঘটতে দেননি উইলিয়ামস এবং ওয়েলচ। দুজনে মিলে খেলেন পুরো সেশন।

চট্টগ্রামে এদিন বড় স্কোরের দিকেই এগোচ্ছিল সফরকারীরা। তবে ব্রেক থ্রো-টা এনে দেন নাঈম হাসান। দলীয় ১৭৭ রানের মাথায় ক্রেইগ আরভিনকে সাজঘরে ফেরান তিনি। স্কোরবোর্ডে আর ১ রান যোগ হতেই উইলিয়াসমকে ফেরত পাঠান এই স্পিনার। তারপর শুরু হয় তাইজুল ম্যাজিক। শেষ বিকেলে একাই তুলে নেন ৪ উইকেট। আর তাতেই স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। দিন শেষে জিম্বাবুয়ের রান ৯ উইকেটে ২২৭।

দলীয় স্কোর তখন ২ উইকেটে ৭২ রান। এরপর উইলিয়ামসের সঙ্গে জুটি বাঁধেন ওয়েলচ। দুজনে মিলে যোগ করেন ৯০ রান। দলীয় স্কোর ৭২ থেকে এই জুটি টেনে নিয়ে যান ১৭৭ পর্যন্ত। এই দুজনের ব্যাটে আভাস মিলছিলো বড় স্কোরের। তবে ১৭৭ রানের মাথায় নাঈম হাসানের ব্রেক থ্রোতে ছন্দ ফিরে পায় বাংলাদেশ। স্কোরবোর্ডে আর ১ রান যোগ হতেই নাঈম হাসানের আরও একটা আঘাত। এবার তার শিকার উইলিয়ামস। এরপর শেষ বিকেলে শুরু হয় তাইজুল ম্যাজিক। একে একে সাজঘরে ফেরান মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও নিক ওয়েলচকে। ৩৯ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।


আজ সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪১ রান। দিনের প্রথম উইকেটটা তুলে নেন তানজিম হাসান সাকিব। ৩৩ বলে ২১ রান করা ব্রায়ান বেনেটকে ফেরান তিনি। বেন কারান উইকেটে থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি। ৫০ বলে ২১ রান করা এই ওপেনারকে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। প্রথম সেশনে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে।

আরও পড়ুন

এরপর দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেয় জিম্বাবুয়ে। তৃতীয় ও শেষ সেশনেও দাপট দেখিয়ে খেলতে থাকেন জিম্বাবুয়ের দুই ব্যাটার আরভিন ও উইলিয়ামস। শেষ বিকেলে ব্রেক থ্রো এনে দেন নাঈম হাসান। তার জোড়া আঘাতে ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। দলীয় ১৭৭ রানে নাঈম হাসানের শিকার ক্রেইগ আরভিন। তারপর তিনি শিকার করেন উইলিয়ামসনের উইকেট। দুই সেট ব্যাটসম্যানকে ফেরত পাঠিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন এই স্পিনার।

এরপর শুরু হয় তাইজুল ম্যাজিক। তার ঘূর্ণিতে মুহূর্তেই ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন জিম্বাবুয়ের ব্যাটাররা। ৩৯ রান তুলতেই তারা হারান ৫ উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের নারী যাত্রীদের ভ্যানিটি ব্যাগ থেকে চুরি; পুলিশে সোপর্দ

বিএনপির সঙ্গে তিন দলের বৈঠক

লাইসেন্স পেলো স্টারলিংক

আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হ‌ককে আইনজীবীদের থাপ্পড়

দ্রুতই ডিএসসিসির মেয়রের চেয়ারে বসছেন ইঞ্জিনিয়ার ইশরাক

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সংক্রান্ত মামলায় যুবকের যাবজ্জীবন