ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে শতাধিক পরিবার ভিটে মাটি হারা

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে শতাধিক পরিবার ভিটে মাটি হারা। ছবি : দৈনিক করতোয়া

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে শুরু হওয়ায় আবারো ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ১০০ টি পরিবার তাদের বসতবাড়ি সরিয়ে নিয়েছেন। এছাড়াও হুমকির মুখে পড়েছে ওই এলাকার সরকারি, বেসরকারি স্থাপনাসহ আবাদি-জমি বসতবাড়ি।

স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে না পারলে আমাদের সবাইকে বাস্তুহারা হতে হবে। পাউবো কর্তৃপক্ষ ভাঙনরোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। উপজেলার নয়ারহাট ইউনিয়নের বজরাদিয়ারখাতা এলাকার ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন দেখা দিয়েছে। গতকাল রোববার নয়ারহাট ইউনিয়নের বজরাদিয়ারখাতা এলাকায় দেখা গেছে, গত ১৫ দিন থেকে নদ নদী ভাঙন চলমান আছে এতে তাড়াহুড়া করেও ভাঙন কবলিত মানুষজন তাদের বসতবাড়ি সরাতে পারছে না।

সকাল থেকে মাথায় করে ঘরবাড়ি বিচ্ছিন্ন অংশগুলো নিরাপদ স্থানে সরিয়ে রাখছেন। কেউবা আবার নৌকা যোগে ঘরবাড়ির বিচ্ছিন্ন অংশ অন্যত্র সরিয়ে নিচ্ছেন। স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে ভাঙনের তীব্রতা আরো বেড়েই চলছে।

জানা গেছে, ব্রহ্মপুত্রের করাল গ্রাসে ভেঙে গেছে নয়ারহাট ইউনিয়নের ১০০ পরিবার। ওই এলাকায় আবাদি জমি, বৈদ্যুতিক খুঁটিসহ সরকারি ও বেসরকারি স্কুল মাদ্রাসা হুমকির মুখে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে ব্রহ্মপুত্রের ভাঙনে বজরাদিয়ারখাতা এলাকার মোকলেসুর রহমান, মোতালেব, ফুল মিয়া, মাজেদা, আজিতন, জবানুরসহ আরও বেশ কয়েকজনের বসতভিটা নদী ভাঙনের শিকার হয়েছে। তিন দিনে ভেঙে গেছে সরকারি আশ্রয়ণ, মাদ্রাসা কবরস্থান। এছাড়াও গতবছর ভেঙে গেছে প্রায় ৪০০ পরিবার।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা মোকলেছুর রহমান জানান, আমরা কয়েক বছর থেকে এই চরে বসবাস করি। গত বছর আমাদের চর ব্যাপকভাবে ভাঙনের শিকার হয়েছিল। কিন্তু জোরালো পদক্ষেপ না নেওয়ায় এবারও নদী ভাঙনের শিকার হয়েছি। আমরা চাই দ্রুত আমাদের চরটা বেঁধে দিলে আমরা শান্তিতে থাকতে পারবো। নইলে আমাদের এই চর ছাইড়া যাইতে হইবো।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, নয়ারহাটে ভাঙনের বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি এখনি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলবো। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান জানান, চর শাখাহাতীতে কিছু জিও ব্যাগ পাঠানোর প্লান করেছি তবে নয়ারহাট ইউনিয়নের বিষয়টি আমার জানা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজ হচ্ছে