ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

ধর্ষণে অভিযুক্ত ইমামের কারাগারে মৃত্যু

ধর্ষণে অভিযুক্ত ইমামের কারাগারে মৃত্যু

নিউজ ডেস্ক:  শিশুকে ধর্ষণে অভিযুক্ত ইমাম গণপিটুনিতে আহত হয়ে কারাগারে মারা গেলেন।
গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে রহিজ উদ্দিন (৩৫) নামের স্থানীয় মসজিদের এক ইমামকে গণপিটুনি দেয় এলাকাবাসী। 

সোমবার (২৮ এপ্রিল) ভোররাত ৩টার দিকে গাজীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, রবিবার সকালে তাকে গণপিটুনি দেওয়া হয়।

নিহত রহিজ উদ্দিন জেলার গাছা থানাধীন জাঝর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে ও হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম এবং খতিব হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম বলেন, ‘‘এক শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী রহিজ উদ্দিনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা করলে সেই মামলায় রহিজ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’’


জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের বলেন, ‘‘রহিজ উদ্দিনের শরীরে পাবলিক অ্যাসল্ট ছিল। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা : র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ 

দিনাজপুরের বিরলে পেঁপে চাষে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে  

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ