ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ 

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ , ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার: বগুড়া সদর উপজেলা যুবদল আহবায়ক অতুল চন্দ্র দাসের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কের সামনে থেকে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি এড. এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, যুগ্ম-সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, বাবুল প্রধান, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম শাফিন, কিশোর হাসান সনি, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, মহরম হাসান টফিন, যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, এস. এম. রিপন, মিনহাজুল ইসলাম তুহিন, আল আমিন শানু, মাহমুদুল হাসান জিতু,কামাল হোসেন, সাব্বির আহম্মেদ, হেলাল, সোহাগ মাহমুদ, রেদওয়ানুল হক হৃদয়, আল রাজীব মামুনুর রশিদ মামুন ফিরোজ আলম বাবলা, মেহেদী হাসান জুম্মান, আরিফুর রহমান তালাশ, হামিদুর রহমান হিমেল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, বগুড়া সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম-আহ্বায়ক শাহ আলম, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, আবু সিনহা, রিয়ন জোয়ার্দার, উজ্জ্বল সরকারসহ ২৪টি ইউনিটের সকল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের অদূরে সাবগ্রাম হাটে সদর উপজেলা যুবদল আহবায়ক অতুল চন্দ্রের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা হামলার পর গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন । গুরুতর আহত অতুল এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসকরা। চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। সেখানে আহত অতুল চন্দ্র দাসের পাশে উপস্থিত রয়েছেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন

এদিকে এই হামলা পরিকল্পিত বলে দাবি করেছেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার দাবিতে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বিলে শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু

শফি মণ্ডলের নতুন গান আরশিনগ

মাদারীপুরে হাসপাতালে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আজ মুক্তি পাচ্ছে ‘উড়াল’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ হাসপাতালে দুদক’র অভিযান

এটকিনসনের ৫ উইকেট, ২২৪ রানে অলআউট ভারত