ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৮

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত আটজন নিহত ও আহত হয়েছেন আরও অনেকেই। হুথি পরিচালিত মিডিয়ার বরাত দিয়ে সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে আট শতাধিক হামলা চালালো। এতে নিহত হয়েছেন ২২০ জনের বেশি। 

আল মাসিরাহ টিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে সানার উত্তরের জেলা বানি আল-হারিথে হামলা চালায় মার্কিন বাহিনী। এছাড়া মার্কিন বাহিনী রোববার রাতে ইয়েমেনের আমরান এবং সাদায় হামলা চালিয়ে বলে জানিয়েছে হুথির কর্মকর্তা। এর আগে সানায় হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। খবরে বলা হয়েছে, বানি আল-হারিথের থাকবানে মার্কিন বাহিনীর হামলায় আটজন শহিদ হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি জানিয়েছে, মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২৮ জনে দাঁড়ালো।

মার্কিন বাহিনী রোববার জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত তারা ইয়েমেনে ৮০০ এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে কয়েশত বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, এসব হামলায় শত শত হুথি যোদ্ধা এবং তাদের নেতা নিহত হয়েছেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিস

এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: রিজওয়ানা

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

শ্রীপুরে দেওয়াল ধসে কারখানা শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহে যানজট নিরসন অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ