ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

দক্ষিণ ইউরোপে দাবানলে অন্তত চারজনের মৃত্যু

দক্ষিণ ইউরোপে দাবানলে অন্তত চারজনের মৃত্যু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ ইউরোপ। এতে স্পেনে তিনজন এবং পর্তুগালে একজনের মৃত্যু হয়েছে। দাবানলটি দক্ষিণ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ আগুনের মৌসুম হিসেবে বিবেচিত হচ্ছে। রেকর্ড-ভাঙা তাপপ্রবাহ, শুষ্ক ভূমি ও জ্বালানি মতো উপাদানগুলো আগুন আরও ভয়াবহভাবে ছড়িয়ে দিচ্ছে।  গ্রিস থেকে পর্তুগাল পর্যন্ত এই আগুনে পুড়ছে। 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য অগ্নিনির্বাপক বিমান পাঠিয়েছে। ইতোমধ্যে পাঁচটি দেশ সহায়তা চেয়েছে। আঞ্চলিকভাবে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে, এবং বিভিন্ন দেশে প্রায় ১০০ জন আহত হয়েছে। টানা পঞ্চম দিনের মতো আগুনে পুড়ছে গ্রিসের কিয়োস দ্বীপ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় হাজার হাজার মানুষকে। রাজধানী এথেন্স ও আশপাশের এলাকায় জারি উচ্চ সতর্কতা।

স্পেন এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জরুরি পরিষেবা বিভাগের মহাপরিচালক ভার্জিনিয়া বারকোনেস। তিনি জানান, দেশজুড়ে ১৪টিরও বেশি বড় ধরনের দাবানল চলছে। দাবানলের কারণে গণপরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে-বিভিন্ন মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে এবং উচ্চগতির রেল পরিষেবা স্থগিত রাখা হয়েছে। ইউরোপীয় বন দাবানল তথ্য ব্যবস্থার মতে, চলতি বছরে এখন পর্যন্ত স্পেনে ৩,৯০,০০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে।

আরও পড়ুন

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটির বেশিরভাগ অঞ্চলই চরম ঝুঁকিতে; বিশেষভাবে উত্তর ও পশ্চিমাঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে আগুন। আগুনের কারণে বন্ধ বেশ কয়েকটি মহাসড়ক। অন্যদিকে, স্পেনের প্রতিবেশী দেশ পর্তুগালে অন্তত সাতটি বড় দাবানলের বিরুদ্ধে লড়াই করছে প্রায় চার হাজার দমকলকর্মী। দেশটিতে রোববার রাত পর্যন্ত জরুরি সতর্কতা জারি রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জাহিদ

রাজশাহীতে দুই সহযোগীসহ গ্রেফতার অনিন্দ্য ৫ দিনের রিমান্ডে

ভোরের দর্পণ পত্রিকার বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার ইলিয়াসের মায়ের ইন্তেকাল

সালাহ্উদ্দিন লাভলুর নুতন ধারাবাহিক ‘ফুলগাঁও’তে তারা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তিন থানায় নতুন ওসি

র‌্যাব-১৩’র অভিযানে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেফতার