ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এছাড়াও আহতের সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এ তথ্য জানায়।

ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি বার্তা সংস্থা আইএলএনএ-কে বলেন, কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যেসব কনটেইনারে বিস্ফোরণ হয়েছে, সেগুলোর ভেতর কী ছিল তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে বিস্ফোরণের পর এলাকায় সালফারজাতীয় পদার্থের গন্ধ ছড়িয়ে পড়েছে।

ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে ৬০টি ফায়ার ট্রাক ও ৭শ’ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হোসেন জাফারি।

ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৩টার মধ্যে ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) ইন্টেলিজেন্স ইউনিট শহীদ রাজাই বন্দরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, যার মধ্যে রয়েছে বন্দর সুবিধা এবং সংযুক্ত কাস্টমস কমপ্লেক্সও রয়েছে।

আরও পড়ুন

বিস্ফোরণের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, ইরাক, জাপান ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ ইরানের প্রতি সমবেদনা জানিয়েছে।

সৌদি আরব জানিয়েছে যে ইরানের অনুরোধে তারা যেকোনো সহায়তা প্রদানে প্রস্তুত। অন্যদিকে, রাশিয়ায় অবস্থিত তেহরান দূতাবাস বলেছে যে সহায়তার জন্য ইরানের কোনো অনুরোধ পাওয়া মাত্রই তা মস্কোতে পাঠানো হবে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সাহায্যের প্রস্তাব দিয়েছে এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ইরানের সাথে সহায়তা সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

 ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি জানিয়েছেন, প্রায় ২১২ জন আউটপেশেন্ট চিকিৎসা নিয়েছেন। বাকি আহতদের হরমোজগান প্রদেশ ও পার্শ্ববর্তী প্রদেশের চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ