২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

আগামী ২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি সারাদেশে দলীয়ভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্তও নিয়েছে সংগঠনটি।
সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাউন্সিল সংগঠনের সকল নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন