মহেশখালীতে পৃথক দুই দুর্ঘটনায় ২ জন নিহত

নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- পূর্ব ফকিরাঘোনা গ্রামের মোহাম্মদ আলমের ছেলে বাবু (৬) ও বড় মহেশখালী সিপাহী পাড়ার মকবুল আহমেদের ছেলে আবু রায়হান (১৬)।
পুলিশ জানায়, সকালে গোরকঘাটা-জনতা বাজারে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় শিশু বাবু ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে, আম গাছ থেকে পড়ে আবু রায়হান আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ পৃথক দুর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন