ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

‘ড্যাডি সেঞ্চুরি’ হলো না শান্ত’র 

‘ড্যাডি সেঞ্চুরি’ হলো না শান্ত’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: দিনের শুরু থেকেই খানিক আত্মবিশ্বাসের ঘাটতি ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। তবু আগেরদিনের ফর্মটাকে জিইয়ে রেখেছিলেন। দ্বিতীয় দিনে সকালের সেশনে হালকা সুইং ছিল শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর বলে। বিপদটাও ডেকেছেন তিনিই।খানিক আগেই আসিথার বলে ছিল এলবিডব্লিউর আবেদন। তাতে আম্পায়ার সাড়াও দেন। কিন্তু রিভিউতে বেঁচে যান শান্ত। প্যাডে লাগার আগে বল স্পর্শ করেছিল শান্তর ব্যাট। সেই সুবাদেই টিকে যান তিনি। কিন্তু দ্বিতীয়বার পাওয়া জীবনটা কাজে লাগানো হয়নি। ড্যাডি সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতেই আউট হন বাংলাদেশ অধিনায়ক। 

আসিথার ফুল লেন্থের বলটাকে সামনে ঠেলে দিতে চেয়েছিলেন। তবে ব্যাটের ফেইসে লেগে তা চলে যায় মিড অনের দিকে। সামনে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৪৮ রানে থামতে হয় শান্তকে। ভাঙে মুশফিকুর রহিমের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। এই আউটের পর শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ এবং চতুর্থ উইকেটে দেশের হয়ে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও আক্ষত থাকছে। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন লিটন দাস। বাংলাদেশের স্কোর ৪ উইকেট হারিয়ে ৩১০ রান। আরেক সেঞ্চুরিয়ান মুশফিক অপরাজিত ১১১ রানে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়ার ঘটনায় গ্রেফতার ১

জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন

সখীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ অনুশীলন মহড়া সমাপ্ত

আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য— সালমান শাহের স্মরণে শাকিব খান