ভিডিও বুধবার, ১৬ জুলাই ২০২৫

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে ছাগল ব্যবসায়ী নিহত

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে ছাগল ব্যবসায়ী নিহত। প্রতীকী ছবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে উজ্জল হোসেন (৩৩) নামের এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার বড়থা বাজার এলাকার এ ঘটনা ঘটে। নিহত উজ্জল হোসেন উপজেলার আড়ানগর ইউনিয়নের বংশিবাটি গ্রামের মো: সাইদুল ইসলামের ছেলে। মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচাতো ভাই মো: রনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় বড়থা বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে উজ্জল হোসেন সাইকেল যোগে রওনা দেয়। পথে শিমুলতলী এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার পথ রোধ করে উজ্জলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাকে রাস্তায় ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত উজ্জল হোসেন এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক ছিলেন। সে এলাকার বিভিন্ন হাটবাজারে গরু-ছাগল ক্রয় বিক্রয়ের পেশায় জড়িত ছিলেন। স্বামীকে হারিয়ে স্ত্রী শাকিলা আক্তার দিশেহারা হয়ে পড়েছেন।

আরও পড়ুন

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আরিফ হোসেন ও সাগর নামে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়,গোপালগঞ্জ বাংলাদেশের: সারজিস

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: পাথর নিক্ষেপকারীকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃষ্টি প্রতিবন্ধী যমজ বোন এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে

বগুড়ার সান্তাহারের যুবক নওগাঁ থেকে নিখোঁজ

জেলা প্রশাসকের আর্থিক সহায়তা পেলেন দুই শিক্ষার্থী

বগুড়ার ধুনটে যুবলীগ নেতা চাঁন গ্রেফতার