বগুড়ায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ডাদেশ

কোর্ট রিপোর্টার : বগুড়ায় ৯০ এ্যাম্পুল নেশার ইনজেকশন(বুফিনরপিন) বহনের অপরাধে মাদক কারবারি একেএম খায়রুজ্জামান ওরফে রবিনকে (৪৭) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। আজ বুধবার (২৩ এপ্রিল) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-২ এর বিচারক মো. আবু হানিফ এই মামলার রায় দেন।
কারাদন্ডাদেশ প্রাপ্ত রবিন সিরাজগঞ্জ দিয়ার ধানগড়ার এড. মোঃ রউফ ওরফে রাজার ছেলে। মামলা সূত্রে জানাগেছে, গত ২০২০ সালের ৪ জুন রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শহরের ফুলবাড়ী ভান্ডরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে মাটিডালী হতে সাতমাথা গামী সিএজি চালিত অটো রিক্সাকে গতিরোধ করে পুলিশ।
অটোর যাত্রী এ কে এম খায়রুজ্জামান ওরফে রবিন পুলিশ দেখে অটোরিক্সা হতে নেমে দৌড়ে পালানোর চেস্টা করলে পুলিশ তাকে আটক করে তার দেহ তল্লাসী করার সময় ভারতীয় ৯০ এ্যাম্পুল নেশার ইনজেকশন উদ্ধার করে।
আরও পড়ুনপরে তাকে গ্রেফতার দেখিয়ে ওই আসামি কে সদর থানায় সোপার্দ করে এই মামলা দায়ের করেন। সদর থানার এস আই আব্দুল কুদ্দুস তদন্ত শেষে ওই আসামির বিরুদ্ধে আদালতে অভিযেগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. এম এ কে ফজলুল হক এবং আসামি পক্ষে এড. আমিনুল ইসলাম।
মন্তব্য করুন