ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

বগুড়ায় ৫ মেট্রিক টন হাইড্রোজ মিশ্রিত গুড় জব্দ ও ধ্বংস

বগুড়ায় ৫ মেট্রিক টন হাইড্রোজ মিশ্রিত গুড় জব্দ ও ধ্বংস। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত গুড়ে বগুড়ার বাজার যখন সয়লাব। গুড়ের নামে সাধারণ মানুষ যখন বিষাক্ত রাসায়নিক পদার্থ খাচ্ছিলেন ঠিক সেই সময় বাজারে অভিযান পরিচালনা করেছে বগুড়ার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল সোমবার বগুড়ার বাজারে অভিযান চালিয়ে আনুমানিক ৫ মেট্রিক টন হাইড্রোজ মিশ্রিত গুড় জব্দ ও ধ্বংস করেছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বগুড়া ফতেহ আলী বাজার ও রাজা বাজারে সুবোধ বোসের গুড়ের দোকানে অভিযান চালিয়ে গুড়ে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ এর উপস্থিতি নিশ্চিত হলে তারা অপরাধ স্বীকার করে। একইভাবে অনিক ট্রেডার্সও গুড়ে হাইড্রোজ এর উপস্থিতি সংক্রান্ত অপরাধ মোবাইল কোর্ট এর সামনে স্বীকার করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত গুড় সংরক্ষণ ও বিপননের অপরাধে উভয় প্রতিষ্ঠানে মজুদকৃত আনুমানিক ৫ টন গুড় জব্দ ও জনসম্মুখে ধ্বংস করে। যার আনুমানিক বাজার  মূল্য ৭ লাখ টাকা।

আরও পড়ুন

এছাড়াও প্রতিষ্ঠান দুটিকে ১ হাজার টাকা করে জরিমানা করে তা আদায় করা হয় এবং অন্য আরেকটি প্রতিষ্ঠানকে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রায় ১০০ কেজি হাইড্রোজ মিশ্রিত গুড় জব্দ ও ধ্বংস করা হয়।

এদিকে ফতেহ আলী বাজার গেট এলাকায় নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত আনুমানিক ৫০ কেজি জিলাপি জব্দ ও ধ্বংস করা হয়। এসময়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মো. শাহ আলী উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সার্বিকভাবে সহায়তা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুন্দেসলিগা জিতেছে কেইনের বায়ার্ন

আ.লীগের বিচারে ব্যর্থতার সর্বশেষ শিকার হাসনাত আব্দুল্লাহ: এনসিপি

নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে যুক্তরাজ্য বিএনপি’র নির্দেশনা

ভারতীয় সেনাদের পাঞ্জাবে ব্ল্যাকআউট মহড়া!

রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

শাপলা চত্বর হত্যাকাণ্ডের এক যুগেও হতাহতের তথ্য নিয়ে কাটেনি ধোঁয়াশা