ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় ৫ মেট্রিক টন হাইড্রোজ মিশ্রিত গুড় জব্দ ও ধ্বংস

বগুড়ায় ৫ মেট্রিক টন হাইড্রোজ মিশ্রিত গুড় জব্দ ও ধ্বংস। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত গুড়ে বগুড়ার বাজার যখন সয়লাব। গুড়ের নামে সাধারণ মানুষ যখন বিষাক্ত রাসায়নিক পদার্থ খাচ্ছিলেন ঠিক সেই সময় বাজারে অভিযান পরিচালনা করেছে বগুড়ার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল সোমবার বগুড়ার বাজারে অভিযান চালিয়ে আনুমানিক ৫ মেট্রিক টন হাইড্রোজ মিশ্রিত গুড় জব্দ ও ধ্বংস করেছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বগুড়া ফতেহ আলী বাজার ও রাজা বাজারে সুবোধ বোসের গুড়ের দোকানে অভিযান চালিয়ে গুড়ে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ এর উপস্থিতি নিশ্চিত হলে তারা অপরাধ স্বীকার করে। একইভাবে অনিক ট্রেডার্সও গুড়ে হাইড্রোজ এর উপস্থিতি সংক্রান্ত অপরাধ মোবাইল কোর্ট এর সামনে স্বীকার করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত গুড় সংরক্ষণ ও বিপননের অপরাধে উভয় প্রতিষ্ঠানে মজুদকৃত আনুমানিক ৫ টন গুড় জব্দ ও জনসম্মুখে ধ্বংস করে। যার আনুমানিক বাজার  মূল্য ৭ লাখ টাকা।

আরও পড়ুন

এছাড়াও প্রতিষ্ঠান দুটিকে ১ হাজার টাকা করে জরিমানা করে তা আদায় করা হয় এবং অন্য আরেকটি প্রতিষ্ঠানকে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রায় ১০০ কেজি হাইড্রোজ মিশ্রিত গুড় জব্দ ও ধ্বংস করা হয়।

এদিকে ফতেহ আলী বাজার গেট এলাকায় নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত আনুমানিক ৫০ কেজি জিলাপি জব্দ ও ধ্বংস করা হয়। এসময়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মো. শাহ আলী উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সার্বিকভাবে সহায়তা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ওপর আস্থা রাখুন, গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল

লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ

রিয়াদে সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

রাকসু নির্বাচনে ২৮ পদে লড়বেন ৩০৬ প্রার্থী