ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার আদমদীঘিতে সভাপতির স্বাক্ষর জাল করে মাদ্রাসার লাখ টাকা উত্তোলনের অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে সভাপতির স্বাক্ষর জাল করে মাদ্রাসার লাখ টাকা উত্তোলনের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের একটি ইফতেদায়ি মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে এক লাখ টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমানের বিরুদ্ধে। আতাউর রহমান ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় মাদ্রাসা কমিটির সভাপতি মোফাকখের আলম বাদি হয়ে গেল রোববার আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, আদমদীঘি উপজেলার দমদমা ইফতেদায়ি মাদ্রাসার সান্তাহার কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় মাদ্রাসার সভাপতি ও সাধারন সম্পাদকের যৌথ নামে একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। মাদ্রাসার বর্তমান কমিটির সভাপতি মোফাকখের আলম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান। অভিযোগে বলা হয় কমিটির কোন সদস্যকে অবহিত না করে সাধারন সম্পাদক আতাউর রহমান সভাপতির স্বাক্ষর জাল করে গোপনে উল্লেখিত হিসাব নম্বর থেকে ২০২৪ সালের ১২ নভেম্বর ৫০ হাজার এবং গত একই বছরের ২৭ মার্চ ৫০ হাজার টাকা উত্তোলন করেন।

সভাপতি মোফাকখের আলম বলেন, গত ১৩ এপ্রিল ব্যাংক থেকে ষ্টেটমেন্ট তুলে জানতে পারি, সাধারণ সম্পাদক আমার স্বাক্ষর জাল করে এক লাখ টাকা তুলে আত্মসাত করেছেন। বিষয়টি গ্রামে জানাজানি হলে সাধারণ সম্পাদক আতাউর রহমান মাদ্রাসার হিসাবে ৫০ হাজার টাকা জমা দেন। মাদ্রাসার সভাপতির অভিযোগ সাধারণ সম্পাদক তার স্বাক্ষর জাল করে প্রতারনা ও জালিয়াতি করে টাকা আত্মসাত করেছেন।

আরও পড়ুন

সান্তাহার কৃষি উন্নয়ন ব্যাংক শাখার ব্যবস্থাপক নাজমুল হাসান টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারণ সম্পাদক নিজে উপস্থিত থেকে এক লাখ টাকা উত্তোলন করেছেন এবং পরে ৫০ হাজার টাকা পুনরায় ওই হিসাবে জমা দিয়েছেন। বিষয়টি ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। দমদমা ইফতেদায়ি মাদ্রাসার সাধারন সম্পাদক আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরে ওই টাকা উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে তিনি সভাপতির বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান উভয়ের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে আগুনে কৃষকের গোয়াল ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধার পলাশবাড়ীতে আশ্বিনেই চৈত্রের দাবদাহ, বিপর্যস্ত জনজীবন

বগুড়ার শিবগঞ্জে আসামির ইটের আঘাতে পুলিশ সদস্য আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩