ভিডিও মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাত নিয়ে সতর্কবার্তা

আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাত নিয়ে সতর্কবার্তা, ছবি: সংগৃহীত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার কিংবা তার চেয়ে বেশি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে।

সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এমন তথ্য দেওয়া হয়েছে।এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া ও চট্টগ্রাম জেলাগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময়ে বজ্রপাত থেকে রক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকতে হবে। জানালা ও দরজা বন্ধ রাখতে হবে। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলতে হবে। বজ্রপাত হলে নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিতে হবে।

আরও পড়ুন

তবে গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না বলে সতর্কবার্তায় বলা হয়েছে। এতে আরও বলা হয়, কংক্রিটের মেঝেতে শোয়া যাবে না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেওয়াও যাবে না। পাশাপাশি বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখতে হবে।

কেউ জলাশয়ে থাকলে তাৎক্ষণিকভাবে উঠে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন। শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের খালাতো ভাই তুহিনের জামিন মেলেনি

গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও লক্ষ্য এক: আলী রীয়াজ

‘দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয়’

আগামী দু-তিন দিন খুব গুরুত্বপূর্ণ : খাজা মুহম্মদ আসিফ

দ্বিতীয় দিনের প্রথম বলেই অলআউট জিম্বাবুয়ে

ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস