ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

টাকা আত্মসাত মামলায় জননী শ্রমজীবী সমিতির প্রতিষ্ঠাতার জামিন নামঞ্জুর

টাকা আত্মসাত মামলায় জননী শ্রমজীবী সমিতির প্রতিষ্ঠাতার জামিন নামঞ্জুর। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : বিশ্বাস ভঙ্গসহ প্রতারণা করে ৫ লাখ ৫৫ হাজার ৬৭২ টাকা আত্মসাতের মামলার আসামি জননী শ্রমজীবী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা শ্যামল চন্দ্রের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি শহরের জলেশ্বরীতলা মহিলা ক্লাব রোড এলাকার মৃত নিতাই চন্দ্রের ছেলে। ওই আসামি আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মো. মেহেদী হাসান আবেদন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ওই আদেশ দেন।

শহরের মালতিনগর এসপি বাংলো লেনের নুরুল ইসলামের ছেলে মালেকা নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ও জনতা ফার্মেসির স্বত্বাধিকারী এমএইচ বেলাল বাদি হয়ে ওই আসামির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

আরও পড়ুন

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামি শ্যামল চন্দ্র নিজেকে তার বাসায় নিচতলায় অবস্থিত জননী শ্রমজীবী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিয়ে বাদি এমএইচ বেলালকে সদস্য হওয়র জন্য বলে। বাদি আসামি শ্যামলের কথায় বিশ্বাস করে টাকা বিনিয়োগ অর্থাৎ ওই সমিতিতে জমা প্রদান করেন। এরপরে আসামি শ্যামল চন্দ্র বিশ্বাস ভঙ্গসহ প্রতারণা করে বাদির জমাকৃত ৫ লাখ ৫৫ হাজার ৬৭২ টাকা ফেরত প্রদান না করে আত্মসাত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল’ বিজয়ী পবনদীপ

স্ত্রীসহ পাপনের বিরুদ্ধে মামলা

ফেসবুকে গান পোস্ট করে সাংবাদিকের জে-ল: প্রতি-বাদে সাংবাদিকদের মানববন্ধন | Daily Karatoa

এবার আরেকটি নদীর পানিপ্রবাহ বন্ধ করে দিলো ভারত

বলিউড ইন্ডাস্ট্রিকে ‘চোর’ আখ্যা দিলেন নওয়াজউদ্দিন

১২শ’ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন তেহরানের