ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

গাইবান্ধার সাঘাটায় বিষ স্প্রে করে ঝলসে দিয়েছে ধানক্ষেত, পূর্ব শত্রুতার জের

গাইবান্ধার সাঘাটায় বিষ স্প্রে করে ঝলসে দিয়েছে ধানক্ষেত, পূর্ব শত্রুতার জের

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় বিষ দিয়ে ঝলসে দিয়েছে এক কৃষকের দুইটি ধানক্ষেত। পূর্ব শত্রুতার জের ধরে ওই কৃষক পরিবারকে সর্বস্বান্ত ও ঘায়েল করতে  আগাছানাশক (বিষ) স্প্রে-করে সদ্য শীর্ষ বের হতে থাকা ইরিবোরো ধানক্ষেত ঝলসে দেয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে। ক্ষতিগ্রস্ত ককৃক পবনতাইড় গ্রামের মৃত ছইম উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান। এঘটনায় সাঘাটা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার পবনতাইড় গ্রামের উক্ত মোখলেছুর রহমানের পরিবার ও তার প্রতিবেশীর পরিবারের মধ্যে মামলা মোকর্দ্দমা ও বিবাদ চলতে থাকে। সেই সূত্র ধরে মোখলেছুর রহমানের পরিবারকে ঘায়েল করার জন্য নানা ধরণের অপচেষ্টা চালাতে থাকে

এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষরা গতকাল বৃহস্পতিবার ভোরে মোখলেছুর রহমানের বর্গা দেয়া ২০ শতকের ২টি জমির ধানক্ষেতে আগাছানাশক (বিষ) স্প্রে করে। এতে বিকেলের মধ্যেই ওই জমির সবেমাত্র শিষ বের হতে থাকা ধানক্ষেত ঝলসে যায়। কৃষক মোখলেছুর রহমান জানান, ধানক্ষেতে বিষ প্রয়োগের বিষয়টি প্রথমে লোক মুখে জানতে পারি এবং জমিতে গিয়ে সত্যতা পাই।

আরও পড়ুন

তিনি বলেন, শত্রুপক্ষ দীর্ঘদিন যাবত আমাদের ঘায়েল করার জন্য এভাবে বারবার ক্ষতি করছে।  ধানক্ষেতে বিষ প্রয়োগের সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছি। এব্যাপারে সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, জমিতে বিষ প্রয়োগের বিষয়টি এখনো আমরা জানি না। তবে কেউ ইচ্ছেকৃতভাবে কারো ফসল নষ্ট করা অপরাধ।

এবিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। থানার অফিসার ইনচার্জ বাদশা আলমের সাথে কথা হলে তিনি বলেন, ধানের জমিতে আগাছানাশক (বিষ) প্রয়োগের বিষয়ে একটি লিখিত এজাহার পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই

দিনাজপুরের বিরলে বন খেজুর গাছের সন্ধান

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা গোবিন্দগঞ্জের কাইয়াগঞ্জ সেতু নির্মাণ হলে বদলে যাবে এলাকার যোগাযোগ ব্যবস্থা

জয়পুরহাটের ক্ষেতলালে চুরি-ডাকাতি ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা

বগুড়ার শেরপুরে হত্যা প্রচেষ্টা মামলায় আ’লীগের চার নেতা গ্রেফতার