ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

বগুড়ার শেরপুরে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১, ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে কাবিল হোসেন (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গোলাম আজম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সে এই মালার এজাহারভুক্ত আসামি ও গোসাইবাড়ী কলোনির সহিদুল ইসলামের ছেলে।

নিহত কাবিল হোসেনের পরিবার ও প্রতিবেশীদের দাবি দেবর সজিব ও প্রবাসীর স্ত্রী (ভাবী) সুমাইয়ার পরকীয়ার ঘটনা দেখে ফেলায় পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়। অপরদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কাবিলের সাথে সুমাইয়ার ভালো সম্পর্কের কারণে দুই পরিবার মিলে পরিকল্পিতভাবে কাবিলকে হত্যা করা হয়েছে।

এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার গোসাইবাড়ী বটতলা বাজারে এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে নিহতের স্ত্রী শাপলা খাতুন, ভাই হাবিল, প্রতিবেশী খাদিজা, শাহেব আলী, রুপালী বেগম, মোরশেদা বেগম বক্তব্য রাখেন।

তারা বলেন, প্রবাসীর স্ত্রী সুমাইয়া ও দেবর সজিবের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। কাবিল তা দেখে ফেলায় এবং প্রতিবাদ করায় তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ হাসপাতালে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার পর উল্টো কাবিলের বিরুদ্ধেই মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে, তার সঙ্গে প্রবাসীর স্ত্রীর কোন সম্পর্ক ছিল না।

আরও পড়ুন

নিহতের বাবা শাজাহান আলী বাদি হয়ে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নিহতের ফুফাতো ভাই সজিব, প্রবাসীর স্ত্রী সুমাইয়া খাতুন, সজিবের বাবা সাইফুল ইসলামসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাত ১১টার দিকে প্রবাসীর স্ত্রী সুমাইয়ার মাধ্যমে কাবিলকে কৌশলে ডেকে নেয়া হয় শেরপুরের হাটগাড়ি তালপট্টি গ্রামে সুমাইয়ার বাবার বাড়িতে। সেখানে উপস্থিত আসামিরা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড ও প্লাস্টিকের পাইপ দিয়ে কাবিলকে এলোপাতাড়ি মারধর করে। পরে গামছা দিয়ে মুখ বেঁধে এবং রশি দিয়ে হাত-পা বেঁধে তাকে হাটগাড়ি ঈদগাহসংলগ্ন ইউক্যালিপটাস বাগানের ভিতর নিয়ে গিয়ে সেখানে আরও মারধরের ফলে কাবিল ঘটনাস্থলেই মারা যান।

পরে অভিযুক্তরা একটি অটোরিকশায় করে কাবিলের মৃতদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একজন আসামিকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ