ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

কৃষকের ৩ হাজার ড্রাগন ও ৭শ পেয়ারা গাছ কেটে দুর্বৃত্তরা

কৃষকের ৩ হাজার ড্রাগন ও ৭শ পেয়ারা গাছ কেটে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক:  ঝিনাইদহের মহেশপুরে রকি আহমেদ ও রিঙ্কু মিয়া নামে দুই কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ও ৭শ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

ক্ষতিগ্রস্ত এই দুই কৃষক মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা। এরআগে সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে বামনগাছি গ্রামের মাঠে দুর্বৃত্তরা এ অকাণ্ড ঘটায়। 

স্থানীয়রা জানায়, ওই গ্রামের মাঠে কৃষক রকি আহমেদ আগে দুই বিঘা জমিতে ডাগ্রন ফলের আবাদ করেছিলেন। এই বাগান থেকে আগে কিছু ড্রাগন ফল বিক্রিও করেছেন তিনি। সোমবার রাতে ড্রাগন গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

আরও পড়ুন

অন্যদিকে একই গ্রামের কৃষক রিঙ্কু মিয়ার আড়াই বিঘা জমির অন্তত ৭শ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এসব গাছে পেয়ারা ধরেছিল। এমন কাণ্ডে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।

ক্ষতিগ্রস্থস্ত কৃষক রকি আহমেদ বলেন, “কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানি না। ফসলের সঙ্গে কেন এমন শত্রুতা? কোনো মানুষ এমন ক্ষতি করতে পারে? আমি এ ঘটনায় আইনের আশ্রয় নেব।”
কৃষক রিংকু মিয়া বলেন, “পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।”

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “এ রকম ফসলহানির ঘটনা জানা নেই। তবে খোঁজখবর নিচ্ছি। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ : আসিফ মাহমুদ

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফায়সালা: নাহিদ ইসলাম

 ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে টাক্টর-ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত  

দিনাজপুরের নবাবগঞ্জে বোরো ধান কাটা শুরু ব্যস্ততা বেড়েছে গৃহিণীদের