ভিডিও শনিবার, ১৪ জুন ২০২৫

শাহবাগে ফুলের মার্কেটে আগুনে দগ্ধ ৫

শাহবাগ মোড়ে ফুলের দোকানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা।

রাজধানীর শাহবাগে ফুলের মার্কেটে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বান ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শাহবাগ ফুলের মার্কেটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, রিয়াজুল ইসলাম(৫৫), মো. শাওন(২৫), মো. ফয়েজ(৩০), মো. কালু মিয়া(৩৫) ও মো. শামীম (৪৫)।

দগ্ধরা জানান, তারা শাহবাগ ফুলের মার্কেট সংলগ্ন একটি টিনসেড ঘরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরে বিক্রি করে। রাতে তারা পাঁচজন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার কাজ করছিল। এ সময় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হয়। পরে তারা নিজেরাই রিকশা যোগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চলে যায়।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড সার্জারী ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক জানান, শাহবাগ থেকে পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছে। এদের মধ্যে রিয়াজুলের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ, ফয়েজের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে। কালু ও শামীমের সামান্য ঝলসে গেছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ফুলের মার্কেটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ায় পরে আরও দুটি ইউনিট যোগ করা হয়। এই পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারক্রাম ও বাভুমার শক্ত জুটিতে ট্রফি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন, ঈদ যাত্রায় ভোগান্তি

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

বগুড়ায় ইসমাইল আকন্দ নামের এক যুবক ছুরিকাহত

বগুড়ার সোনাতলায় ১১ মামলার পলাতক আসামি মোশারফ গ্রেফতার

বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য নিয়ে যাওয়া গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রাণী