ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

বগুড়ার শেরপুরে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর

বগুড়ার শেরপুরে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে ভুক্তভোগী আব্দুস সামাদ শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে বিবাদির কাছ থেকে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন আব্দুস সামাদ।

হঠাৎ করে কিছুদিন আগে তাদের জমি দাবি করে জোর করে দখলের চেষ্টা করেন বিবাদিরা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হলে বিবাদীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এমতাবস্থায় গত ৪ এপ্রিল সকাল ৭টার দিকে প্রতিপক্ষের ৪-৫ জন মিলে দেশিয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করলে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়। এ সময় সময় তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম নতুন সম্পর্কে!

জামায়াতের রাজনীতিতে আলোচিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

জয়পুরহাটের ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ দুই নারীসহ আহত ৩

বগুড়ায় সাংবাদিক ওয়াহেদ ফকির গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ছয়জনের প্রার্থীতা বাতিল