ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

পাবনার চাটমোহরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

পাবনার চাটমোহরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বিবাদমান দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৩০জন আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আহতদের মধ্যে- কুকড়াগাড়ি গ্রামের রিয়াজ উদ্দিন, ধানকুনিয়া গ্রামের রুমা খাতুন, ইদ্রিস আলী, শাহাদৎ হোসেন, সোলাইমান হোসেন, মুক্তা খাতুন, আখিরুল ইসলাম, উজ্জ্বল হোসেন, জাহিদুল ইসলাম, শিবলু হোসেন, ইতিয়ারা খাতুন, হৃদয় হোসেন, রাসেল হোসেন, সাথী খাতুন, শামসুন্নাহার, আবু হানিফ, আম্বিয়া খাতুন, হাবিবুর রহমান, হাবিল প্রামাণিক ও সলকী খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ধানকুনিয়া উত্তরপাড়া গ্রামের ইদ্রিস আলী ও মোন্নাফ প্রামাণিকের মধ্যে দীর্ঘদিন ধরে দুই বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি। গত মঙ্গলবার বিকেলে ওই জমি নিয়ে দুইপক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, জমিজমা নিয়ে দুইপক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উভয়পক্ষই গত বুধবার থানায় অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমির বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের ৭ দিন পর মৃত্যু

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ

ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি

ঘরের মাঠে ইন্টারের সাথে  ড্র করে অপেক্ষা পাড়লো বার্সার

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সেমিতেই মেসি যাত্রার ইতি 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় রোনালদোরা