ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

গজারিয়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

গজারিয়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  মুন্সীগঞ্জের গজারিয়ায় রসুলপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহ আলম খান (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহ আলম খান উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত সোলাইমান খানের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন।

বুধবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে আসামিকে গজারিয়া থানা থেকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাত ৯টার দিকে রসুলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

ঘটনার প্রত্যক্ষদর্শী শিশুটির ফুফু জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে রসুলপুর গ্রামে তাদের বাড়ির পাশের শাহ আলম খানের মুদি দোকানে যায় শিশুটি। দোকান মালিক শাহ আলম শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যায়। এসময় সে শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে এবং শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করে। 

হঠাৎ করে তিনি সেখানে উপস্থিত হলে হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন। তাৎক্ষণিকভাবে তিনি এ ঘটনার প্রতিবাদ করলে উল্টো শাহ আলম খান ও তার ছেলেরা তার উপর চড়াও হয়। অভিযুক্ত শাহ আলম খানের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ করে উল্টো তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। বুধবার সকাল ১১টার দিকে আসামিকে গজারিয়া থানা থেকে মুন্সীগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২