ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

বগুড়ায় যক্ষ্মা দিবস পালন

বগুড়ায় যক্ষ্মা দিবস পালন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : ‘প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া’ এই স্লোগানে বগুড়ায় পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার (২৪ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় সিভিল সার্জন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগুড়ার সিভিল সার্জন ডা. মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের বগুড়া জেলা সমন্বয়ক ডা. বাবলী সুরাইয়া। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন এসএম নূর-ই শাদীদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক। সভায় বাংলাদেশ ও বগুড়ার যক্ষ্মা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন

এর আগে সিভিল সার্জন অফিস থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বগুড়ার সিভিল সার্জন ছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিককার আলম, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া আদালতে আসামির ‘জয় বাংলা’ স্লোগান

যত দ্রুত সম্ভব আমরা বসে সমস্যার সমাধান করবো : উপদেষ্টা রিজওয়ানা

চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার খেলবে যারা

১৭ দেশের বাজার হারিয়েছে কাঁচাপাট, কমেছে রপ্তানি

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন ভেনেজুয়েলার

পিরিয়ডের সময়ে শরীরে হরমোনের পরিবর্তনের কারণে হয় মুড সুইং !