ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

নাটোরের বড়াইগ্রামে

৪০ দিন জামায়াতে নামাজ পড়ায় সাত কিশোর পুরস্কৃত

৪০ দিন জামায়াতে নামাজ পড়ায় সাত কিশোর পুরস্কৃত। ছবি : দৈনিক করতোয়া

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মসজিদে গিয়ে নিয়মিত জামায়াতে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় সাত কিশোরকে পুরষ্কার প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও অন্যান্য কিশোরদের শান্তনা পুরস্কার হিসাবে পাঞ্জাবী প্রদান করা হয়েছে।

উপজেলার ধানাইদহ বাজার কেন্দ্রিয় জামে মসজিদ চত্বরে গত শনিবার এসব পুরস্কার বিতরণ করা হয়। বাইসাইকেল পুরস্কার প্রাপ্ত কিশোররা হলো জুনায়েদ আহমেদ পলক, কায়েস মাহমুদ মাহিন, রাসেল হোসেন, রিহাদ হোসেন, রিফাত হোসেন, আব্দুল আজিজ ও নাঈম হোসেন।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী পশু চিকিৎসক হাসিনুর রহমান, ধানাইদহ ফাজিল মাদরাসার প্রভাষক মো. বাশিরুল্লাহ, ধানাইদহ ইসলামিয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা শফীউল্লাহ খন্দকার ও মাওলানা জাকির হোসেন। কিশোরদেরকে নামাজ ও মসজিদ মুখী হতে উৎসাহী করতে এ উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় সুধীমহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিশা

গাজায় একদিনে ১৩৮ ফিলিস্তিনিকে হত্যা

রংপুর বিভাগের ৩৩ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

লঙ্কানদের বিপক্ষে আজ জয়ের কোন বিকল্প নেই মিরাজদের

বাংলার মাটিতেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবো : নাহিদ ইসলাম

চট্টগ্রামে হজযাত্রী নিয়ে যান্ত্রিক ত্রুটিতে রানওয়ের মাঝপথে আটকা উড়োজাহাজ