ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

বগুড়া জিয়াউর রহমান শিশু হাসপাতালে প্রতিদিন ইফতার করেন পাঁচ শতাধিক মানুষ

বগুড়া জিয়াউর রহমান শিশু হাসপাতালে প্রতিদিন ইফতার করেন পাঁচ শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের মতো পথচারী নারী-পুরুষ, রিকশাচালক, এতিম ও দুঃস্থ মানুষরা ইফতার করছেন বগুড়ার জিয়াউর রহমান শিশু হাসপাতালে। শহরের দত্তবাড়ী এলাকাস্থ জিয়াউর রহমান শিশু হাসপাতাল চত্বরে বিকেল থেকে সারিবদ্ধভাবে বসেন কয়েকশ’ মানুষ। তাদের কেউ কেউ স্কুলছাত্র, কেউ ব্যবসায়ী, এতিম, ভিক্ষুক আবার অনেকেই ভ্যান ও রিকশাচালক। আজান শুনে একসাথে ইফতার করেন পাঁচ শতাধিক মানুষ।

বিএনপি মিডিয়া সেলে রাজশাহী ও রংপুর বিভাগীয় কো-অডিনেটর সাংবাদিক কালাম আজাদ জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতাল চত্বরে প্রতিবছর এই ইফতার কার্যক্রম চলে আসছে। ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে। জিয়াউর রহমান শিশু হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল জানান, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। সমাজের নিম্নআয়ের মানুষ, পথচারী ও সুবিধাবঞ্চিতরা যেন ইফতার থেকে বঞ্চিত না হন, সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

আরও পড়ুন

চেলোপাড়া বস্তির বিধাব আছমা বেগম দুই ছোট সন্তান নিয়ে রমজানের প্রথম দিন থেকে এখানে ইফতার করেন। আছমা বেগম বলেন, প্রতিদিন গরিব মানুষকে ইফতার খাওয়ানোর জন্য দোয়া করি। রিকশা চালক মামুন বলেন, সোনাতলায় আমার বাড়ি। ঈদে শহরে থেকে রিকশা চালিয়ে টাকা জমাচ্ছি ছেলে-মেয়েদের কেনাকাটার জন্য। প্রতিদিন এই রাস্তায় ভাড়া নিয়ে যাওয়ার সময় দেখি বিকেল থেকেই অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, তাই আমি দেখতে এসে নিজেও ইফতার করলাম। একসাথে এত মানুষের সাথে আগে কখনো ইফতার করিনি।

ইফতারের এই আয়োজনে নিয়মিত স্বেচ্ছাসেবকের কাজ করেন-জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আল আমিন সরকার, মিলন, সম্রাট হোসেন, আনারুল ইসলাম ছোটন, রানা ইসলাম, রাশেদ, রনি, নিশান, উজ্জল হোসেনসহ অনেকেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী