ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ইজিবাইক চালককে গলাকেটে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জে ইজিবাইক চালককে গলাকেটে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার (২৩ মার্চ ) ভোরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার (৪০) নামে একজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে আটককৃতকে পুলিশে দেওয়া হয়।

ইসহাক মিঝি চাঁদপুর মতলব নায়েরগাও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকেন।

আরও পড়ুন

আটককৃত সোহরাব পটুয়াখালীর রাঙ্গাবালি বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে চিৎকার শুনে স্থানীয়রা ঘর থেকে বের হয়ে দেখেন তিন থেকে চারজন লোক দাঁড়িয়ে আছে এবং একজন মাটিতে পড়ে আছে। তখন লোকজন দেখে দাঁড়িয়ে থাকারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করে স্থানীয়রা। এছাড়া দুজন ওই এলাকার একটি ডোবায় লাফ দেয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘মৃতের ভাগিনা শরিফ লাশ শনাক্ত করেছেন। ইজিবাইকটির গ্যারেজ মাহজন শফিকও শনাক্ত করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে এলাবাসী পুলিশে দিয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা