ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

সুন্দরবনের কলমতেজীর পর তেইশেরসিলায় আগুন

সুন্দরবনের কলমতেজীর পর তেইশেরসিলায় আগুন

নিউজ ডেস্ক:  পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অন্তর্গত তেইশেরসিলা নামক এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর আগে, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী টহল ফাঁড়িসংলগ্ন বনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন বনবিভাগের কর্মকর্তারা।

 রবিবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে বনের ওই অংশটিতে ধোঁয়া দেখতে পান সাংবাদিকরা। তাদের কাছ থেকে খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে যান। 


গুলিশাখালী টহল ফাঁড়ির ভিলেজ টাইগার রেসপন্স টিমের টিম লিডার বারেক হাওলাদার এতথ্য জানান। তিনি বলেন, “যেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে সেখানে বনবিভাগের কর্মকর্তারা গেছেন। আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এর আগে, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী টহল ফাঁড়িসংলগ্ন বনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন বনবিভাগের কর্মকর্তারা। আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ বলেন, “ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে চলে গেলেও শনিবার রাত ৯টা থেকে বন বিভাগ আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বন রক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফলে সকালের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।”


এদিকে, অগ্নিকাণ্ডের কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।


গতকাল শনিবার সকাল ৯টার দিকে কলমতেজি টহল ফাঁড়িসংলগ্ন বনে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। দুপুরের দিকে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন লাগার স্থান শনাক্ত ও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে বন বিভাগ। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন