ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে মসলার দাম বেড়েই চলেছে

ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে মসলার দাম বেড়েই চলেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ঈদকে সামনে রেখে মসলার দাম বেড়েই চলেছে। প্রতিটি মসলার দামই ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ ক্রেতারা পড়েছে বিপাকে। সিরাজগঞ্জের পৌরসভাধীন বড় বাজার, নাসিম পৌর কাচাবাজার, স্টেশন বাজার, বউ বাজার, বাহিরগোলা গুড়ের বাজার, কালিবাড়ি বাজারসহ প্রতিটি বাজারই এখন সিন্ডিকেটের কবলে।

গত এক সপ্তাহে জিরা, এলাচ ও লবঙ্গ, দারুচিনি মতো মসলার দাম বাড়িয়ে দিয়েছে। অথচ এসব মসলা প্রতিটি ব্যবসায়ীর ঘরে মজুদ আছে বলে জানায় ক্রেতারা। বর্তমানে প্রতি কেজি মসলা ৩শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত বেড়েছে।

সিরাজগঞ্জ বড় বাজারের মসলা ক্রেতা হামিদা বেগম ও মসলা ক্রেতা শফিকুল ইসলাম জানায়, প্রতিটি ঈদেই মসলার চাহিদা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি থাকে। সেই চাহিদা পুঁজি করে সিরাজগঞ্জ শহরসহ জেলার প্রতিটি বাজারে  ব্যবসায়ীরা মসলাজাতীয় পণ্যের দাম বাড়িয়েছে।

বড় বাজারের মসলা বিক্রেতা খোকন সরকার জানান, মহাজনেরা মসলার দাম বৃদ্ধি করায় আমরা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। তাই এর প্রভাব পড়েছে জেলার প্রতিটি বাজারে। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম।

আরও পড়ুন

সিরাজগঞ্জে শহরের প্রতিটি বাজারে এখন ছোট এলাচ প্রতি কেজি ৬ হাজার টাকা, বড় এলাচ প্রতি কেজি ৩ হাজার ৪শ’ টাকা, লবঙ্গ ১ হাজার ৫শ’ টাকা, জিরা ৭শ’ থেকে ৮শ’ টাকা, গোল মরিচ ৮শ’ টাকা, দারুচিনি  সাড়ে ৬শ’ টাকা, হলুদের গুড়া ৫শ’ টাকা, কালোজিরা প্রতি কেজি সাড়ে ৪শ’ টাকা, তেজপাতা ২শ’ টাকা, আদা ১শ’ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানায় ক্রেতা এবং বিক্রেতা।

কাঁচা বাজারের মসলা ব্যবসায়ী শ্যামল দত্ত বলেন, আন্তর্জাতিক বাজারে কিছু কিছু মসলার দাম বেড়েছে। তাই এখানেও দাম বেড়েছে। উল্লেখ্য জেলা শহরের বাজারগুলোর চেয়ে গ্রামাঞ্চলের হাট বাজারগুলোতে মসলার দাম এর চেয়েও বেশি বলে জানান ক্রেতা এবং বিক্রেতারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ সহকারী পরিচালক মো. সোহেল সেখ বলেন, বাজারে মসলার দাম বৃদ্ধিতে আমরা মনেটরিং শুরু করেছি। এই অভিযান চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

ব্রাজিলের হাইপ্রোফাইল কোচ এখন বসুন্ধরা কিংসে

সংবাদ সম্মেলন করে ছাত্রদলের হা/ম/লা/র প্রতিবাদ জানালেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা | Daily Karatoa

আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম | Daily Karatoa

২৪ এর শ হি দ ও আ/হ/ত যো*দ্ধাদের স্মরণে শাহবাগে চলছে গণস্বাক্ষর কর্মসূচি | Daily Karatoa

ডিপ ফেক ভিডিওর বিড়ম্বনা নিয়ে যা বললেন সাদিয়া আয়মান