ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় তিন মাস ধরে টিসিবি পণ্য বিক্রি বন্ধ

রংপুরের গঙ্গাচড়ায় তিন মাস ধরে টিসিবি পণ্য বিক্রি বন্ধ। প্রতীকী ছবি

গঙ্গাচড়া (রপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিন মাস ধরে ২৬ হাজার ৭৫৮ জন উপকারভোগী টিসিবির পণ্য পায়নি। স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে টিসিবি বিতরণ করা হয়। কিন্তু রমজান মাসেও টিসিবি না পেয়ে হতাশা প্রকাশ করেছেন উপকারভোগীরা। স্মার্ট কার্ড না পাওয়ায় ডিসেম্বর মাসের পণ্য বিতরণের পর আর কোন পণ্য বিতরণ হয়নি।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাওয়ার পূর্বের তালিকায় রয়েছে ২৬ হাজার ৭৫৮টি পরিবার। এর মধ্যে বেতগাড়ী ইউনিয়নে ২ হাজার ৩২৯টি, কোলকোন্দ ইউনিয়নে ২ হাজার ৬শ’ ৯টি, বড়বিল ইউনিয়নে ৫ হাজার ৬৫৫টি, গঙ্গাচড়া ইউনিয়নে ৩ হাজার ৫২০টি, লক্ষীটারী ইউনিয়নে ২ হাজার ১২৫টি, গজঘন্টা ইউনিয়নে ২ হাজার ৬৬৪টি, মর্ণেয়া ইউনিয়নে ২ হাজার ৪৭১টি, আলমবিদিতর ইউনিয়নে ২ হাজার ৯৬৫টি, নোহালী ইউনিয়নে আছে ২ হাজার ৪২০টি পরিবার। আগে হাতে লেখা কার্ডের মাধ্যমে এসব সুবিধাভোগীদের টিসিবির পণ্য দেওয়া হতো। মোট ২০ টি ডিলারের মাধ্যমে এসব পণ্য ন্যায্য মূল্যে বিতরণ করা হয়।

জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের স্মার্ট কার্ডের জন্য গঙ্গাচড়া উপজেলা থেকে ১৫ হাজার কার্ডের আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ উপজেলায় একটিও স্মার্ট কার্ড আসেনি। উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ বাবা।

আরও পড়ুন

কয়দিন টিসিবি দিসলো তখন হামার ২শ’ টাকার তেল ১শ’ টাকাতে পাছনো। দুই তিন মাস থাকি সে টিসিবির কোন খোজে নাই । স্মার্ট কার্ড বলে দিবে তা কই কার্ডো দেয় না টিসিবিও দেয় না।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, অনলাইনে আবেদন করা হয়েছে। এখনো স্মার্ট কার্ড আসেনি। স্মার্ট কার্ড আসলে টিসিবি বিতরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ